ট্রাস্ট গঠনের উদ্দেশ্য
(ক) এতিম, দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত ও আশ্রয়হীন শিশুদের জন্য বিনামূল্যে আবাসিক সুবিধাদিসহ আনুষ্ঠানিক , উপ-আনুষ্ঠানিক, কারিগরি ও ভোকেশনাল (বৃত্তি মূলক) শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা।
তাদের দেশপ্রেমে জাগ্রত করতে, নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করে মানবতার কল্যাণ সাধনে অগ্রনী ভ’মিকা রাখতে সক্ষম করা। ইংরেজী মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে বা ইংরেজী ভাষা শিক্ষার ব্যবস্থা করে শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থীদের দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত করা;
(খ) প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন পেশায় দক্ষ জনবলে পরিনত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;
(গ) বিভিন্ন পেশায় দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষক ও পরীক্ষক সৃষ্টি করা;
(ঘ) উন্নত ও উচ্চতর শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা।মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান করা ও শিক্ষা সহায়তা প্রদান করা;
(ঙ) সামাজিকভাবে অবহেলিত নারী-পুরুষ ও শিশুদের উন্নয়নের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা এবং সামাজিকভাবে তাদের পূনর্বাসনের প্রচেষ্টা চালানো;
(চ) বয়স্ক নারী-পুরুষ এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গ যারা বর্তমানে অন্যের উপর নির্ভরশীল এবং মানবেতর জীবন যাপন করছে তাদেও কল্যাণের জন্য তহবিল গঠন করা;
(ছ) বয়স্ক/শিশু শিক্ষা এবং উপ-আনুষ্ঠানিক ও প্রি-প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা/অব্যহত শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা;
(জ) বাংলাদেশের যেখানে এখনো উন্নয়নের ছোয়া পড়েনি, যে সমস্ত লোক সামাজিকভাবে অবহেলিত, বঞ্চিত তাদেরকে আতœনির্ভরশীল করে গড়ে তুলে উন্নয়ন করা;
(ঝ) জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এবং বন্যাদূর্গত ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে ঐ এলাকায় জরুরী ত্রান সামগ্রী বিতরন ও দীর্ঘ মেয়াদী পূনর্বাসন কর্মসূচী বাস্তবায়ন করা;
(ঞ) অসহায় গরীব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে হাঁস-মুরগীর খামার স্থাপন করা, শাক-সবজি চাষ ও মৎস্য চাষ সম্পর্কে ব্যাপক প্রশিক্ষণ দিয়ে পারিবারিকভাবে ঐ গুলি পরিচালনা করতে উদ্বুদ্ধ করা;
(ট) জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পতিত জমি এবং উপকূলীয়/দূর্গত এলাকায় বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করা এবং উন্মুক্ত স্থানে ও রাস্তার দুই ধারে বনায়ন কর্মসূচী বাস্তবায়ন করা;
(ঠ) শারীরিক, মানসিক, শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী যারা সমাজের অবিচ্ছেদ্য অংশ অথচ সামাজিকভাবে অবহেলিত ও বঞ্চিত তাদেরকে উদ্বুদ্ধকরন, আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সৃষ্টি, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ও জন্মগত অধিকার আদায়ে সোচ্চার কওে গড়ে তোলা এবং তাদের কল্যাণে তহবিল গঠন ও স্থায়ী অবকাঠামো নির্মাণ করা;
(ড) আয়-বৃদ্ধিমূলক কার্যক্রমসহ সংস্থার সেবা ও উন্নয়নমূলক কাজের জন্য যে কোন দাতা সংস্থা, ব্যক্তি, ব্যাংক হতে ট্রাস্টি বোর্ডের অনুমোদন সাপেক্ষে চুক্তি সম্পাদন পূর্বক ঋণ বা দান-অনুদান গ্রহন করে আর্থ-সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা;
(ঢ) গরীব অসহায় ব্যক্তিদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশু স্বাস্থ্য রক্ষার্থে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ ও স্বাস্থ্য সেবা প্রদান করা;
(ণ) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং আয়বৃদ্ধিমূলক কার্যক্রমে দরিদ্র জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা। যেমনঃ গরু-ছাগল মোটা-তাজাকরন, দুগ্ধ উৎপাদন, কৃষি কাজ, নার্সারী প্রকল্প, মৎস্য চাষ ,ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি;
(ত) মজা, পতিত ও অনাবাদি পুকুর পুনঃখনন এবং বন্যায় প্লাবিত এলাকায় প্রযুক্তি সম্প্রসারণ ও প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের উৎপাদন বাড়ানো;
(থ) শিক্ষিত-অশিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য সেলাই, উলবুনন ও বিভিন্ন প্রকার ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বাশ-বেত, পাটের কাজ, তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষণ দিয়ে আতœনির্ভরশীল করতে কর্মসূচী বাস্তবায়ন করা;
(দ) তামাক বিরোধী কার্যক্রম, মাদকদ্রব্যের অপব্যবহার, এইডস/এইচআইভি, এসটিডি, হেপাটাইটিস, যক্ষা, ম্যালেরিয়া প্রভৃতি রোগ প্রতিরোধ সম্পর্কে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করা;
(ধ) পরিবেশ দূষণরোধে গণমানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধকরন এবং পরিবেশ বিপর্যস্ত, বনাঞ্চল উজাড়, পাহাড় কাটা, জলাশয় ধ্বংশ, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকূল বন্যপ্রাণী বিলুপ্ত, বিশুদ্ধ বাতাসের ঘাটতি ইত্যাদি থেকে উত্তরণের লক্ষে উন্নয়নমূলক কর্মসূচী গ্রহণ করা।